ভিডিও


আপনি যদি কোন কিছু লিখে গুগলে সার্চ করেন তাহলে ঐ বিষয়ের উপর অনেক লেখা পাবেন যা পড়ে আপনি উপকৃত হবেন বা অনেক কিছু জানতে পারবেন। এমন ভাবেই ধরুন আপনি কোন বিষয়ে ভাল জানেন আবার তা অন্য মানুষ জানলে তাদের উপকার হবে তাহলে আপনি ব্লগিং-এর মাধ্যমে পৃথিবীর মানুষদের জানাতে পারেন আপনার সেই বিষয়ে। এতে করে তারা উপকৃত হবে। আবার অনেক ব্লগার আছে যারা শুধু তাদের শখের বশে ব্লগিং করে থাকে। তাদের নিজেদের জীবন কাহিনি অন্যের সাথে শেয়ার করে মজা পায়।

ব্লগ কয়েকটি প্রকারের হতে পারে::

ব্যক্তিগত ব্লগ ::
নিজের ব্যক্তিগত বিষয় তুলে ধরা অথবা নিজের জ্ঞানকে অন্যের কাছে তুলের জন্য যে ব্লগ তৈরী করা হয় তাই ব্যাক্তিগত ব্লগ ।
নির্দিষ্ট বিষয়ের উপর ব্লগ::

এই ধরনের ব্লগ সাধারণ বেশি দেখা যায় যেমন টেকিব্লগ, ফটো ব্লগ, আর্ট ব্লগ, ভিডি ও এমপিথ্রি ব্লগ, এন্টারটেইটমেন্ট ব্লগ (মুভি এবং নাটক ব্লগ গুলো হয়) (এই ব্লগিং এর মাধ্যমে সাধারণত মানুষ ইনকাম করে।)

কোম্পানী ব প্রাতিষ্ঠানিক ব্লগ::
বিভিন্ন প্রতিষ্ঠানের নিজেদের যাবতীয় তথ্য নিয়ে গঠিত ব্লগ হল কোম্পানী বা প্রতিষ্ঠানিক ব্লগ ।

সামাজিক ব্লগ::
সমাজের বিভিন্ন বিষয় নিয়ে মানুষের আচার আচরণ চলাফেরা সামাজের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে তৈরী ব্লগ গুলো হল সামাজিক ব্লগ ।

তাই আপনিও শখের বশেই হোক বা প্রয়োজনে অথবা অন্যদের কোন কিছু জানানোর জন্য বা শিখানোর জন্য ব্লগিং করতে পারেন।

[কিভাবে একটি ব্লগ সাইট তৈরী করবেন??
নিচের টিউটোরিয়ালটি দেখুন..
পাঠ: এক
মোট সময়: ২মিঃ ২৩ সেঃ
ভার্সন: বাংলা




No comments:

Post a Comment