
আপনি একটি কবিতা পড়লেন। মনযোগ
দিয়ে পড়লেননা অথবা অনেক শব্দের অর্থ বুঝলেননা। পড়েছেনও খবর পড়ার মত করে অথবা বিরক্তি/অলসতা ভাব নিয়ে।
আবার ধরুন, আপনি ইংরেজী লেখা দেখে দেখে রিডিং পড়তে পারেন অথচ অনুবাদ বা অর্থ করতে/বুঝতে পারেননা।
তাহলে কি হবে??
-ঘোড়ার ডিম হবে।
এ পড়ার কোন দাম নেই। মজা নেই। গভীরতা নেই।
যেমন কোন বিখ্যাত লেখকের বিখ্যাত লেখা পড়েও অাপনার অনুভুতি হবে-
"ধুর! পোয়ার মুত পাইন্যা পাইন্যা লার"
কেননা,আপনি কোন খাবার মুখে নিয়েই 'থু' মেরে ফেলে দিলেন, গিললেননা।আপনি খাবারটার স্বাদ পাবেননা। তৃপ্তি পাবেননা। তৃপ্তির জন্য খাবারটা চিবুতে হবে। খাবারটা গিলতে হবে। তবেই পাবেন আরাম, আর গভীর থেকে আসবে একটা তৃপ্তির ঢেকুর।
আপনি হয়তো এটা জানেননা কবিতার মধ্যে অনেক গভীরতা আছে।গভীরে অনেক তৃপ্তি আছে। দ্রুততর পড়ার কারনে আপনি সে গভীরে যেতে পারেননি। তৃপ্তি নিতে পারেননি।বিরক্তিবোধ করলেন।
আরে ভাই, দুনিয়ার সব মজাইতো গভীরতার মধ্যেই।
"যাও আরো গভীরে যাও,যেতেই থাকো"
হ্যা! তৃপ্তি পেতে হলে গভীরে যেতে হবে। অর্থ বুঝে কবিতা পড়তে হবে। ভাবতে হবে।ধাঁধার মত রহস্য বের করতে হবে। তাহলেই পাবেন সেইরকম স্বাদ এবং হয়ে যাবেনআপনিও একজন কবিতা পোকা।
No comments:
Post a Comment