Oct 11, 2015


খেরোখাতা


আমার নিষ্পাপ ভাবনাগুলোকে আজ -
সদ্য খোসামুক্ত , বিবস্ত্র শিমুল তুলোর মতই উড়িয়ে দিলাম !

ওরা আমাদের দুজনের দুর্ভেদ্য দূরত্ব ভেঙ্গে ....
বেশ নিশ্চিতেই পেরিয়ে যাক তবে - 
তোমার হৃদয় দূর্গের প্রাচীর !
মুছে দেক - স্বর্গীয় ঘামে ভেজা তোমার বিবর্ণ প্রভাত কপল !
যেখানে প্রতিদিন ই এক বেখেয়ালী দেবতা তোলে - 
ধ্রুবদীর ছন্দ ....বড্ড অবহেলায় !



একদিকে রাত্রি দ্বিপ্রহরেই ......
বিশ্বাস ঘাতক ঐ চাঁদের দিকে -
এক বাউণ্ডুলে কবি তোলে , কম্পনরত তাচ্ছিল্যের তর্জনী ! 
অন্যদিকেই হয়তো .....
এক মাতাল দেবতা - দেবীর শুভ্র জোড়া মাংসপিন্ডে তোলে শাদা থাবার নখের আঁচড় ! 
এমন তো কথা ছিলো না .........!

জানি !
এপারে ....তোমার জানালায় উঁকি দেয় - খর্বাকৃতির ঐ বামন চাঁদ ! 
নোনতা জল গড়িয়ে পড়ে তোমার চোখের কার্ণিশ বেয়ে ,
হঠাৎ ছন্দপতন হয় বেখেয়ালী মাতাল দেবতার তালে !
চাঁদ হাসে এক নির্লজ্জ হাসি !
ওপারে ....কাঁপতে থাকে কবির অভিশপ্ত তর্জনী ........!
নিকোটিনে পোড়ে ফুসফুস , 
সৃষ্টির প্রসব বেদনায় চিৎকার করে কবির নির্ঘুম কবিতার খেরোখাতা ll


No comments:

Post a Comment