রঙিন কুয়াশার শহর
-তানভির এনায়েত
বাতাসে সবুজের ফেনা তুলে
ধানক্ষেতের ঢেউ আছড়ে পড়ে বিকেলের তীরে
দুজোড়া প্রেমময় চড়ুই
অনাগত অতীত ঠোঁটে বয়ে উড়ে যায়
-বাতাস ভাঙে কোমল ডানার প্রহারে
ধানক্ষেতের ঢেউ আছড়ে পড়ে বিকেলের তীরে
দুজোড়া প্রেমময় চড়ুই
অনাগত অতীত ঠোঁটে বয়ে উড়ে যায়
-বাতাস ভাঙে কোমল ডানার প্রহারে
আল ধরে হাঁটতে গিয়ে
হেলে দুলে পড়ে মনু কৃষকের বাদামি বালিকা
কৃষ্ণচূড়ার মৃত্যুমুখী পাপড়ির মতো
উড়ে আসে বন্য হরিণীর সোনালি পশম
হেলে দুলে পড়ে মনু কৃষকের বাদামি বালিকা
কৃষ্ণচূড়ার মৃত্যুমুখী পাপড়ির মতো
উড়ে আসে বন্য হরিণীর সোনালি পশম
অন্ধকারের সাগরে ডুব দেয়ার আগে
শেষ নিঃশ্বাসটুকু ফেলে যায় সূর্যের মুখ
প্রতিদিন এভাবে গোধুলি নামে
আমাদের রঙিন কুয়াশার শহরে
শেষ নিঃশ্বাসটুকু ফেলে যায় সূর্যের মুখ
প্রতিদিন এভাবে গোধুলি নামে
আমাদের রঙিন কুয়াশার শহরে
No comments:
Post a Comment