জানালার ফাঁকে দেখা আকাশ হাঁকে
লালচে বর্ণ যেন মেঘ স্বর্ণ
আযান স্বরে মুয়াজ্জ্বিন ডাকে
সালাত কায়েম কর ইমান পূর্ণ।
সাদা-কালো লোচনে দেখছো যে লাল নীল রঙিন
প্রদীপ নিভিলেই শুধু কালো মলিন বর্ণহীন।
যে বিলাসিতায় গড়িয়াছো দালান কোঠা ঘর
সবি ছাড়িয়া রহিবে অন্ধকার ভয়ঙ্কর কবর।
কে আর রহিবে পৃথিবীর পরে তোমার সঙ্গ দানে?
কেহ কারো নয় ছুটিবে সবে বাঁচিতে আপন প্রাণে।
আপন সন্তান মাতা-পিতা তাহারাও চিনিবেনা
কঠিন হাশরে এতটুকু ছায়া মিলিবেনা,নাহ! কেহ অাপন না।
পাপ-পুণ্য যা জমায়াছো আমলনামার খাতায়
পুণ্য জ্বলিবে শ্বেতকায় আর পাপ পুড়িবে কৃষ্ণকায়।
মীযানে হিসাব কষিতে পার হইতে পুলসিরাতের পুলে
ঊনতা অভাব মিলিবেনা হিসাব সবই গোলমেলে।
দুনিয়ার অনল নহে নরকের অনল,ছাই তাপে পতিত হইবার পর
কেমনে থাকিবে সেথায় যেথায় গোটা বছর সম অর্ধশত সহস্র বছর।
কাঁদিবে; ঝরায়ে জল করিয়া চিৎকার বলিয়া হায় হায়
"পেয়েছিনু সময় লাগাইনিতো কামে কুকামে কাটিয়াছি দুনিয়ায়"
-ওগো প্রভু দয়াময় মেহেরবান করুণার মহাসাগর
তোমার পথেই রাখিওআর চোখে চোখে,করিওনাগো কবু অগোচর।
..............................
১৯-৫-২০১৪ ইংরেজী.
No comments:
Post a Comment