শুধু তোর জন্য
ভাবনার অননুমেয়ভাবে পরিচয়,
স্বলজ্জ চাহনির গোপন বার্তা
ধীরে ধীরে একটু কথা বলার মতো সাহস,
শেষে আপনি, তুমি হয়ে "তুই"!
স্বলজ্জ চাহনির গোপন বার্তা
ধীরে ধীরে একটু কথা বলার মতো সাহস,
শেষে আপনি, তুমি হয়ে "তুই"!
নতুন পরিবেশ কিংবা বাস্তু মিলিয়ে
ভালো মন্দ বিবেচনার সময়হীনতায়
গড়ে ওঠা সখ্যতা-
ভাল কিছুর বার্তাই বয়ে আনলো।
ভালো মন্দ বিবেচনার সময়হীনতায়
গড়ে ওঠা সখ্যতা-
ভাল কিছুর বার্তাই বয়ে আনলো।
বন্ধুত্বের মর্মস্পর্শী সব অনুভুতি ;
তোর হাত ধরে বুঝতে শেখা।
আবার গভীরতার নেতিবাচকতার পূর্বাভাস,
কেমন যেন সময়টাকে হার মানালো।
তোর হাত ধরে বুঝতে শেখা।
আবার গভীরতার নেতিবাচকতার পূর্বাভাস,
কেমন যেন সময়টাকে হার মানালো।
তুই - আমি মিলেমিশে একাকার!!
সব ভাল মন্দ জানানোর একমাত্র উপায়;
"তুই"
"তুই"
হঠাৎ বাস্তবতার ফারাকে কাটা পড়লো, ক্রমহ্রাসমান ভালো লাগা যেন
একটা অশনীসংকেত!
একটা অশনীসংকেত!
অনেক স্মৃতির সমাধী হয়েছে, পরিবর্তন এল স্মৃতির দুনিয়ায়.
ক্লাস, ছাদ, ডাইনিং আর সম্মিলনের
স্থানগুলোর আধো মনে থাকা
স্মৃতিগুলো;
ছবির ক্যানভাসে ছিল জ্বলন্ত।
ক্লাস, ছাদ, ডাইনিং আর সম্মিলনের
স্থানগুলোর আধো মনে থাকা
স্মৃতিগুলো;
ছবির ক্যানভাসে ছিল জ্বলন্ত।
সেটিও হারিয়ে আজ ষোলকলা পূর্ণ!
তবু তোর বন্দনাগীত গাইছি,
তোর তুলনা শুধু "তুই"!
আমার অনেক ভাল লাগা, শুভকামনা
তোর সঙ্গ দেবে আমৃত্যু,
আমার বন্ধুত্বের সুধা বুঝতে শেখার
প্রেরনা তুই।
সব শুভকামনা 'শুধু তোর জন্য'।
তবু তোর বন্দনাগীত গাইছি,
তোর তুলনা শুধু "তুই"!
আমার অনেক ভাল লাগা, শুভকামনা
তোর সঙ্গ দেবে আমৃত্যু,
আমার বন্ধুত্বের সুধা বুঝতে শেখার
প্রেরনা তুই।
সব শুভকামনা 'শুধু তোর জন্য'।
No comments:
Post a Comment